দৌলতপুর আড়ান শেখের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

- আপডেট সময় : ১২:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:>
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আরান শেখের বাড়ি থেকে ১৭ বস্তায় ৮২৫ কেজি সরকারি চাউল জব্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। এসময় পুলিশ সোনা মিয়া (৩৮) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে জিয়নপুর ইউনিয়নের আমতুলী গ্রামের আকাশ শেখের ছেলে আরান শেখের বাড়ি থেকে চাউল উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
জানাগেছে – আরাম শেখের ভাই সোনা মিয়া ব্যবসার উদ্দেশ্যে ভিজিএফ কাডধারীর নিকট থেকে ১০-১৫ কেজি করে বিভিন্ন সময়ে ১৭ অবস্থা চাউল অতিরিক্ত দামে বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করেছিল।
অপরদিকে জানাগেছে -গত ১লা এপ্রিল জিয়ানপুর ইউনিয়নের আমতলী বাজার হতে ২১৫ জন জেলেদের মাঝে ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এবং গত ৩ এপ্রিল বিজিএফ কার্ড ১৭৪৫ জনকে ১০ কেজি করে বিতরণ করা হয়। সেই চাউল অসৎ উপায়ে আরান শেখের ভাই সোনামিয়া কম মূল্যে ক্রয় করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে পরে গোপন সূত্রে পুলিশ সংবাদ পেয়ে ওই বাড়ির গোয়ালঘর হতে চাউল গুলো উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে আসে
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিশ্বস্ত সূত্রে জানতে পেরে আরানের বাড়ি হতে ৮২৫ কেজি চাউল জব্দ করে থানায় নিয়ে আসি সাথে সোনামিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে তদন্ত শেষ হলে বুঝা যাবে কে অপরাধের সাথে জড়িত।