স্টাফ রিপোর্টার:-
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া থেকে মানিকগঞ্জের ডিবি পুলিশ ১৫০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ।
৩০ শে মার্চ শনিবার রাতে কলিয়া সাকিনস্ত জনৈক নিখিলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দৌলতপুর থানা পুলিশ ও ডিবি তাদের কে গ্রেফতার করেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৩১শে মার্চ আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ডিবির এস আই নাফিস বলেন- শনিবার রাত ১০.৫০মিনিট হতে ১১.২৩ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কলিয়া নিখিলের দোকানের থেকে তাদের কে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন -দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আকবার আলীর ছেলে মোঃ তছলিম উদ্দিন ( ৩৫) ও একই ইউনিয়নের আহলিয়া গ্রামের নাছিরের ছেলে সাগর আলী (২৪)কে ডিবি পুলিশ গ্রেফতার করে।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য বললে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ডিবি পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ রাত ১০ টা ৫০মিনিট হতে ১১টা ২৩ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে ২জনকে আটক করেছে।
এবিষয়ে দৌলতপুর থানা একটি মামলা হয়েছে মামলা নং ০৯ ।পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.