স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে আকস্মিক বর্জ্রপাতে ঘটনাস্থলে মারা যান কদ্দুছ আলী (২৫)নামের এক যুবক,তিনি ছাতক উপজেলার বৈশাকান্দি গ্রামের মুসলিম মিয়ার কনিষ্ঠ পুত্র।এ সময় গুরতর আহত একি উপজেলার গোয়াল গাও গ্রামের দুলন মিয়া (৩০) এবং নোয়া গাও গ্রামের আরো এক যুবক (৩০) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
একি ঘটনায় আরো ৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য বর্জ্রপাতের স্বীকার সকলই বারকী শ্রমিক।প্রতি দিনের মতো তারা চেলা নদীতে অদ্য ২০/০৫/২৪ ইং সকাল ৮ ঘটিকার সময় তারা বারকী নৌকা দিয়ে বালু উত্তুলন করে স্টীলের বালকেট নৌকায় বিক্রি করার জন্য এখানে অবস্থান করছিলেন। এক পর্যায়ে সকাল ৯ ঘটিকার সময় হালকা বৃষ্টি সহ বর্জ্রপাত শুরু হলে আকস্মিক এ ঘটনার তাদের তিন জন মৃতুবরন করেন।
এঘটনায়, পুরো এলাকায় এক স্তব্ধতা বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে সর্ব মহলে।
বর্জ্রপাতের স্থান,ও ঘটনাস্থলে মৃত কদ্দুছ আলীকে দেখতে পরিদর্শনে আসেন দোয়ারা বাজার থানা র ওসি মহুদ্বয় সহ সঙ্গীয়ফোর্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.