নিজেস্ব প্রতিনিধি:-
সুনামগঞ্জ জেলার, দোয়ারা বাজার,উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যাবসায়ী,শালিশ ব্যাক্তিত্ব, শিক্ষানুরাগী আওমীলীগ নেতা মইন উদ্দীন এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী
গত ১৭ মে রোজ শুক্রবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের স্থানীয় চাইর গাঁও বাজারে বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাবাসীর উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন : উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব ব্যাবসায়ী মইন উদ্দীন কে রাতের বেলা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করে তাহার লাশ নদীতে ফেলে দেয় খুনি চক্র,দুর্বৃত্তরা।ঘটনার ১৯ দিন পর ও আসামী সনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী একাধিক সমাবেশ ও মিছিল করেছেন । কিন্তু ন্যাক্ষারজনক এ ঘটনার এখন পর্যন্ত কোন ক্লো বের করতে পারেনি পুলিশ।
অনতিবিলম্বে দ্রুত জরিতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ জনতা।
উল্লেখ্য, উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব, সমাজ সেবক,ব্যাবসায়ী মইন উদ্দীন (৫৫) গত ২৮ এপ্রিল নিখোঁজ হওয়ার দু দিন পর ৩০ এপ্রিল স্থানীয় চেলা নদীতে রহিমের পাড়া সংলগ্ন তীর থেকে লাশ উদ্ধার করে দোয়ারা বাজার থানা পুলিশ।
রাজনীতিবীদ আংজব্বার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন : নরসিংপুর ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার মতক্বিন আলী,আওয়ামী লীগ নেতা, কয়ছর চৌধরী,আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হুসেন কবির,উপজেলা বি এন পি নেতা নুর আলী ইমরান, নুরু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা, মনোয়ার আলী মনর, মোজাম্মেল হোসেন,
ইউ পি সদস্য ফয়াজ উদ্দিন, সাবেক সদস্য আয়াজুর রহমান বলাই,সাবেক সদস্য,জয়নাল মিয়া,
যুবদল নেতা, মকবুল হুসেন,সানোয়ার আলী,এবং ফরিদ খান প্রমুখ
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.