সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরায় ‘সাতনদী ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রুবেল হোসেন, নান টিভির জেলা প্রতিনিধি ও ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, ভয়েস অফ টাইগারের মিহিরুল বাবু, দৈনিক চৌকস-এর প্রতিনিধি মোঃ হাফিজ, এনপিএস নিউজের রবিউল, আব্দুর রব, দৈনিক সাতনদীর কিশোর কুমার ও ইমান আলি, দৈনিক
যায়যায়কাল-এর আব্দুর রহমান, খুলনার সময়ের ইউনুস আলি এবং দৈনিক সাতনদীর রাজিব হাসান, নবকুমার প্রমুখ।
বক্তারা বলেন, “হাবিবুর রহমান একজন নির্ভীক সাংবাদিক। সত্য প্রকাশের দায়েই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও তার মুক্তি নিশ্চিত করতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.