প্রকাশনার নিয়ম ভঙ্গের অভিযোগে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লেয়ারেশন) বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অনুমোদিত প্রেসে না ছাপিয়ে অন্যত্র থেকে ছাপানো হলেও প্রিন্টার্স লাইনে ভিন্ন তথ্য দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন শফিক রেহমান। বিষয়টি যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিলেছে। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং কারণ দর্শানোর নোটিশ জারির পর পত্রিকাটির ঘোষণাপত্র বাতিল করা হয়।
‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩’-এর ১০ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.