দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বার্তা

- আপডেট সময় : ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪১৫ বার পড়া হয়েছে

আসসালামু আলাইকুম!
আমি মোঃ রায়হান সুলতান। এই বার্তাটি দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার প্রথম প্রকাশ/প্রচার এবং প্রথম যাত্রা হিসেবে সবাইকে আমার হৃদয়ের স্পন্দন হতে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
আমি পেশায় একজন ব্যবসায়ী এবং জার্নালিস্ট। দীর্ঘদিন ধরে কয়েকটি পত্রিকায় কাজ করে আসিতেছি। এই প্লাটফর্ম থেকে বহু ধরনের শিক্ষা গ্রহন করেছি কিন্তু সত্যিকার অর্থে বর্তমান বেশীরভাগ পত্রিকা ইনকাম করতে গিয়ে ভুলে গেছে পত্রিকার আসল অর্থ। মানবতার উদ্দেশ্য এবং এবং মানুষের অধিকার নিয়ে এই পত্রিকা কথা বলবে এই আশা সাথে রেখে আপনাদের নিয়ে পথ চলতে চাই।
নিউজ জগত একটি মহান সেবাকর্মের জগত যদি তা আমরা মানি এবং করতে পারি। বর্তমানে অধিক পত্রিকা কম্পানি এটাকে অধিকলাভজনক ব্যবসা হিসেবে পরিণত করেছে।যার ফলে সেই মহান কাজটি আর হচ্ছে না বললেই চলে।
প্রত্রিকা মানে কি? যা আমরা জানি, প্রত্রিকা হলো মানুষের কন্ঠস্বর কিন্তু আমরা কতজন করি সেটা কিছু টাকার বিনিময়ে ও নিজের আখের গোছাতে এসে সাংবাদিকতাকে ব্যবসায় পরিনত করেছি।
বেশী কিছু বলবো না মানুষ এখন সচেতন মানুষ আর মুর্খ নেই ঠকতে ঠকতে বোঝা শিখে গেছে। যারা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদের প্রতি উদ্দেশ্যে করে বলছি, আমি এই নিউজসাইট খুলেছি আমার আখের গোছানোর জন্য নয়। আমি একজন সাধারণ মানুষ আমি এটা খুলেছি সেই সব দুঃখী দরিদ্র, ন্যায়ের প্রতি অবিচার,অসহায় মানুষের কথা চিন্তা করে। চলার পথে দেখেছি, জেনেছি কিছু দুঃখী মানুষের জীবনের গল্প যেন পৃথিবীতেই মানুষ এক জাহান্নামে বসবাস করছে, যেন জাহেলিয়া যুগে বসবাস করছে কেউ নেই প্রতিবাদ করার, তুলে ধরার কারন ওখানে নিউজ করতে গেলে তো টাকা নিয়ে বাসায় ফিরতে পারবে না। আমি আমার সাংবাদিকতা পেশায় চলার জগতে যত জন দুঃখী ও নির্যাতিত মানুষ পেয়েছি আমার সাধ্য মত তাদের কথাগুলো তুলে ধরেছি এবং প্রতিবাদে সহযোগিতা করেছি।
সেই সব মানুষের কন্ঠস্বর হিসেবে এই প্রতিকা নিউজ প্রতিষ্ঠান তৈরী করেছি।এই পত্রিকা আমার নয় আপনাদের সবার।বাংলাদেশের মানুষের অব্যক্ত কথা গুলো আমরা তুলে ধরতে সর্বদা প্রস্তত। সবার সহযোগিতা কামনা করে আজ এখানেই সমাপ্ত করলাম।
বাংলাদেশের নির্যাতিত ও নিপিড়ীত মানুসের কন্ঠস্বর হিসেবে কথা বলবে দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এবং এই পত্রিকার প্রত্যেক প্রতিনিধি সত্য সাথে থাকবে।।
দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার শ্লোগান হলো “সত্য প্রকাশে আপোষহীন”
মোঃ রায়হান সুলতান
সম্পাদক ও প্রকাশক, দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা।