দৈনিক জনতা পত্রিকার জীবননগর প্রতিনিধি হলেন চাষি রমজান
- আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
জাতীয় পর্যায়ের প্রথম সারির গণমাধ্যম দৈনিক জনতা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন চাষি রমজান। সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে।
চাষি রমজান দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বরাবরই তিনি নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন, যার ফলে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার এই নিষ্ঠা ও পেশাদারিত্ব বিবেচনায় নিয়েই দৈনিক জনতা কর্তৃপক্ষ তাকে জীবননগর প্রতিনিধি হিসেবে মনোনীত করে।
নিয়োগের প্রতিক্রিয়ায় চাষি রমজান বলেন, “দৈনিক জনতার মতো একটি মর্যাদাপূর্ণ জাতীয় পত্রিকায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চেষ্টা করবো সবসময় সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ তুলে ধরতে, যেন পাঠকের আস্থা অটুট থাকে।”
তার এই নিয়োগে জীবননগরের সাংবাদিক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সকলের আশা, চাষি রমজান তার দায়িত্বে সদা নিষ্ঠাবান থাকবেন এবং এলাকার সৎ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবেন।


























