দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

- আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী:বর্ধিত বৃষ্টিপাতের কারণে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের অরুণাচল ও মেঘালয় প্রদেশেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন দেশের সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল আগামী দুদিন বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। তিস্তা নদীর পানি নীলফামারী ও লালমনিরহাটে সতর্কসীমার কাছাকাছি বা ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী নদী, মুহুরী নদী, সিলোনিয়া, সাঙ্গু, মাতামুহুরী ও কালিদাস পাহলিয়া নদ-নদীর পানি সমতল আগামী তিন দিনে বাড়তে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
এ সময়ে এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।