দেশীয় পাটেই ব্যানার তৈরি, নতুন ধারা আনছে প্রজেক্ট ‘সমৃদ্ধি’

- আপডেট সময় : ০৯:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

সঞ্চিতা সরকার,খুলনা বিশ্ববিদ্যালয়;
প্রচারণার নামে প্রতিদিনই শহরের রাস্তাঘাট ভরে যাচ্ছে প্লাস্টিকের তৈরি ব্যানার ও প্যানায়। কয়েক দিনের মধ্যেই এসব সাময়িক প্রচারপত্র চলে যাচ্ছে ময়লার ভাগাড়ে, রেখে যাচ্ছে দীর্ঘমেয়াদি পরিবেশ দূষণের বোঝা। ঠিক এমন প্রেক্ষাপটে পরিবেশবান্ধব পাটের ব্যানার তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রজেক্ট ‘সমৃদ্ধি’।
দেশের ঐতিহ্যবাহী ‘সোনালী আঁশ’ পাটকে কেন্দ্র করে তৈরি এসব ব্যানার শুধু পরিবেশবান্ধবই নয়, বরং হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যকে নতুনভাবে পরিচিত করিয়ে দিচ্ছে। প্রথমে নিজেদের ব্যবহারের জন্য ব্যানার বানানো শুরু করেছিল সমৃদ্ধি। শতভাগ দেশীয় পাটের কাপড়কে ক্যানভাস হিসেবে ব্যবহার করে তাতে হাতে আঁকা হয় বার্তা ও নকশা।
ব্যতিক্রমী এই উদ্যোগের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বাড়তে থাকে আগ্রহ, আসে নানা জায়গা থেকে অর্ডার। ইতোমধ্যেই প্রজেক্ট “সমৃদ্ধি” ১৫টি কাস্টমাইজড পাটের ব্যানার প্রস্তুত ও সরবরাহ করতে সফল হয়েছে।
প্রজেক্ট ‘সমৃদ্ধি’র সহ-প্রতিষ্ঠাতা নিশাত জাহান নাদিরা বলেন, “আমরা চাই, মানুষ পাটকে আবার চিনুক, ভালবাসুক। শুধু প্রচারণার জন্য কেন, এমন কিছু ব্যবহার করব যা প্রকৃতিকে নষ্ট করে? এই ব্যানারগুলো দিয়ে আমরা বিকল্পের এক বাস্তব উদাহরণ দেখাচ্ছি।”
এই ব্যানারগুলো শুধু প্রচারের মাধ্যম নয় এগুলো পরিবেশ সচেতনতা, শিল্পচর্চা ও দেশীয় ঐতিহ্যের একসঙ্গে বহিঃপ্রকাশ। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটকে পুনরায় ব্যবহার করার এই প্রয়াস নতুন প্রজন্মকে সোনালী আঁশের সঙ্গে আবার পরিচয় করিয়ে দিচ্ছে।