নিজেস্ব প্রতিবেদক:
কিছুদিন ধরে মানুষ গরমের প্রচন্ড তাপে ঘর থেকে বের হতে পারেনি।প্রতিটা সংবাপত্রের শিরোনামের হেডলাইন থেকেছে প্রচন্ড তাপদহ।এখনো কিছু স্থানে তা অব্যহত রয়েছে।
মানুষ গননামাজ আদায় করেছে একফোটা বৃষ্টির জন্য।
২/৩ দিন থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির প্রকোপ।
সেই ধারাবাহিকতা অব্যহত থেকে আজও দেশের বিভিন্ন জেলাতে ছিলো বৃষ্টির তান্ডব।
মানুষ যেন গমর ছেড়ে পড়েছে ঝড়বৃষ্টির কবলে।
[caption id="attachment_8298" align="alignnone" width="169"] চট্টগ্রামে বৃষ্টির চিত্র [দৈনিক বাংলাদেশের চিত্র ]
চট্টগ্রামঃ
বজ্রপাত সহ বৃষ্টি। চট্টগ্রামে ৪৫ মিনিট ধরে বৃষ্টিপাত রাস্তায় পানি জমে গেছে।
[caption id="attachment_8296" align="alignnone" width="300"] মিরসরয়ে ঝড়ের তান্ডব [দৈনিক বাংলাদেশের চিত্র ]
মিরসরাইঃ
কালবৈশাখীর তান্ডবে মিরসরাইতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
আজ দুপুরে হঠাৎ প্রচন্ড ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে মুহুর্তের মধ্যে ঘোর অন্ধকার নেমে আসে মিরসরাইতে। বাতাসের তীব্রতায় অনেকের ঘরবাড়ি, দোকানপাটের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। রাস্তাঘাট ও মহাসড়কে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ে আছে এতে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সদস্য মো:খোকন কাটাছারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তুষার. এলাকাবাসী অনেকে বলছেন এমন কালবৈশাখী ঝড় আগে কখনো দেখেনি তারা।
সাহাজী বাজার দোকানের টিনের চাল উড়ে গিয়ে পড়ছে বহুদূর
তীব্র ঝড়ো হাওয়া নিয়েছে গাছের কাঁচা পাকা আম ঝরে পড়ছে । বাতাসের তীব্রতায় উড়ছে বৃষ্টির পানি বাষ্প হয়ে। নেমে গেছে চারদিকে অন্ধকার।
[caption id="attachment_8280" align="alignnone" width="300"] বরিশালে বৃষ্টির চিত্র [দৈনিক বাংদেশের চিত্র]
বরিশালঃ
গরমে পুড়েছে বরিশাল নগরসহ্ জেলার বিভিন্ন উপজেলা,পুড়ছে জনপদ।বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রকৃতিতে ছিলো কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। বৈশাখের পূর্ব থেকেই খরতাপে পুড়েছে দেশ। বরিশালে তীব্র গরমে বিপর্যস্থ হয়েছিল জনজীবন। তীব্র অসহনীয় গরমে সবচেয়ে কষ্টে ছিলেন দিন-মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ।রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি ছিলো যে বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
একটু স্বস্তি পেতে অনেক জায়গায় এক ফোঁটা বৃষ্টির আশায় এক ফোঁটা বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা শেষে মোনাজাত করছেন ও আল্লাহ্র কাছে বৃষ্টির জন্য কেঁদেছেন মুসল্লিরা।
টানা তাপদাহে বরিশালবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল।গত কয়েকদিনের গরমে পুড়তে হয় বরিশালসহ্ আশপাশের এলাকা। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তারা।
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। সোমবার বিকেলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন বরিশালসহ্ বেশ কয়েক টি উপজেলার মানুষ।টানা কয়েকদিনের তাপদাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।সোমবার দুপুরের পর থেকেই মেঘের গর্জন শুরু হয়।সময় বাড়ার সঙ্গে নেমে আসে বৃষ্টি।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বৃষ্টির কথা জানালেও কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা এখনো জানাতে পারেনি।
[caption id="attachment_8299" align="alignnone" width="300"] খুলনার চিত্র[/দৈনিক বাংলাদেশের চিত্র ]
খুলনাঃ
খুলনা জেলাজুড়ে বৃষ্টিশুরু হয়ে যা সন্ধ্যায় শুরু হয়ে টান ২০ মিনিট অতিবাহিত হয়েছে।
তারপর কিছু সময় থেমে দফায় দফায় হালকা ঝড়ের সাথে বৃষ্টিপাত হচ্ছে।
[caption id="attachment_8300" align="alignnone" width="300"] ফরিদপুরে বজ্রপাতের চিত্র [দৈনিক বাংলাদেশের চিত্র ]
ফরিদপুরঃ
মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত এক।
ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের লকাই মল্লিকের ছেলে। আহত কামরুল শেখ দস্তরকাপাসাটিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
খবরের সত্যতা নিশ্চিত করে কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিদ হাসান মামুন বলেন, দুপুর ৩ টার দিকে দুই কৃষক উপজেলার দস্তর কাপাসাটিয়া মাঠের মরিচের জমিতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মুরাদ মল্লিক মারা যান এবং আহত অবস্থায় কামরুল শেখকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক বাংলাদেশের চিত্র কাছে রাত ০৮.৫০ মিনিট পযন্ত প্রাপ্ত সংবাদ ছিলো যেগুলো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.