হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃমহিষাসুর হিন্দুপুরাণে বর্ণিত আসুরিক ও পাশবিক শক্তিতে বলীয়ান একটি চরিত্র। মহাশক্তিধর এই অসুরশক্তি দেবতাদের দূরীভূত করে দেবলোক দখল করে নেয়। চণ্ডীতে বর্ণিত মহিষাসুরমর্দিনী হলেন আদ্যাশক্তি মহামায়া। দেবকুলের একত্র তেজরশ্মির আলোকপুঞ্জ থেকে আবির্ভূত হন এক দেবীমূর্তি। সব দেবতার অস্ত্রে সুসজ্জিত এই দেবীমূর্তি দশভুজা দুর্গা মহিষাসুর বধ করে দেবলোক পুনরুদ্ধার করেন।
শরৎকালে ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবী দুর্গার পূজা করেছিলেন । সনাতন শাস্ত্র অনুসারে দেবী দুর্গা দুর্গতিনাশিনী। সব দুঃখ-কষ্টের বিনাশকারিণী। বাঙালি হিন্দু সম্প্রদায়ও সমাজ থেকে অশুভশক্তি বিনাশ করে। শুভশক্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে অকালবোধনে দশভুজা মা দুর্গার পূজা করে আশ্বিন বা কার্তিকের শুক্লপক্ষে।
প্রতিবারের ন্যায় এবারো হিন্দু সম্প্রদায় আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং দুর্গা দেবীর বোধনের মধ্যে শুরু হবে আগমনী ও ২রা অক্টোবর বৃহস্পতিবার দশমী বিহিত পূজার সমাপ্তনান্তে,বিসর্জন মধ্যেই শেষ হবে দুর্গাপূজা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০ টি পুজা মন্ডপ । রং এর কাজ প্রায় শেষ চলছে শেষ প্রস্তুতি। সবারে আশা নির্বিঘ্নে পুজো ও আনন্দ করতে পারি এটাই আমাদের আশা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কাছে যানা যায়,পুজা মন্ডব গুলোতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যৌথ বাহিনী,পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের টহল জোরদার চলমান আছে।গোয়েআনন্দেরন্দা গুলো বিশেষ নজরদারি করছেন ।
হিন্দুরা পুজো উৎসব যেন আনন্দের সাথে পালন করতে পারে তার জন্য রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনগুলো ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার উদ্যোগে দুর্গাপুজোর ইউনিয়ন এলাকা ভিক্তিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।হরিপুর জামায়াতে ইসলামী নেতা মোঃ কামরুজ্জামান বলেন প্রতিটি ইউনিয়নে দুর্গা পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে এবং মণ্ডপের সভাপতির সাথে আলোচনা ও পরামর্শ করে পদক্ষেপ গ্রহণ করা জন্য বলা হয়েছে।হিন্দু মহাজোটের নেতা প্রভাষক রামায়ণ চন্দ্র ও শ্রী জিত কে গভীর রাত পর্যন্ত পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.