
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
শর্শদীতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দেবীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জনসম্পৃক্ততা বৃদ্ধির কর্মসূচি
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জনসম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করুন) ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শর্শদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ করিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আব্দুল আজিজ সাকিল, জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি আব্দুল আলিম সম্রাট, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
এছাড়াও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সরোয়ার হোসেন নিরবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠক শেষে তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.