দেবহাটা তাঁতী দলের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলীকে মারপিটে আহত, থানায় অভিযোগ

- আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা:-দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন তাঁতী দলের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলীকে জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে গুরুত্ব আহত হইয়া সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসাধীনে আছেন। এব্যাপারে কামটা গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী জেসমিন বেগম বাদী হইয়া দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন-সখিপুর গ্রামের সামছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (মেম্বার) ও সফিকুল ইসলাম, একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে ইব্রাহিম গাজী ও মৃত মোজাম্মেল এর ছেলে জুব্বার বিশ্বাস। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জেসমিন বেগম তার অভিযোগে জানান, ১ বছর আগে ১ বিঘা জমি বিবাদী জুব্বার এর কাছ থেকে ক্রয় করে জমিতে বিভিন্ন ফসলাদি চাষাবাদ ও সেখানে বসত ঘর নির্মাণ করে আছে। এমতাবস্থায় ২৩/০৮/২০২৫ তারিখ সকালে ১ নং বিবাদী রবিউল ইসলাম এর নেতৃত্বে সফিকুল ইসলাম, ইব্রাহিম গাজী ও জুব্বার বিশ্বাস বিবাদীরা বেআইনি ভাবে দলবদ্ধ হইয়া দা,লাঠি, লোহার রড ও কুড়াল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে আমাদের বসত ঘর ভাংচুর করে এবং জমির সীমানা পিলার ভাংচুর করে। তারা গায়ের জোরে সীমানার পিলার ভাংচুর করে তাদের ইচ্ছামত জবর দখল করার জন্য বাঁশ পুতিয়া সীমানা নির্ধারণ করে। তখন সংবাদ পেয়ে আমার স্বামী ইয়াকুব আলী সেখানে যেয়ে মৌখিক ভাবে কিছু বলতে গেলে তাকে মারপিট করতে থাকে। তখন আমি ও আমার ছেলে ইকরামুল হক আমার স্বামী ইয়াকুব আলীকে ঠেকাতে আসলে তারা আমাদেরকেও মারপিট করে ফোলা জখম করে। এই সংবাদ পেয়ে দেবহাটা থানার পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ভুক্তি ভোগী পরিবার পক্ষ থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।