দেবহাটা জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিনঃ-বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড সকল গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্বের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় পারুলিয়া জামায়াত অফিসের সামনে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও অলিউল ইসলাম এর সভাপতিিত্বে ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি দেবহাটা উপজেলা সাবেক আমির ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন মাওঃ আব্দুল ওয়াহেদ, জামায়াতের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না সহ উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাহাবুবুল আলম সহ বক্তাগণ বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে একটি গণতন্ত্র সরকার গঠন হবে। এইভাবে সরকার গঠন হলে দেশের দুর্নীতিবাজের আর দুর্নীতি করতে পারবে না দুর্নীতি বন্ধ হবে, দেশের উন্নয়ন হবে। তিনি আরো বলেন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করলে স্বৈরাচার আওয়ামী ক্ষমতা আসতে পারতো না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে জামায়াত ইসলামী আরো কঠোর কর্মসূচি ডাক দিবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তত্ত্ব বাধায়ক সরকারের দাবি করেন।