জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯শে (অক্টোবর) শনিবার বিকাল ৪টার সময় ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ৭ নং ওয়ার্ডে চীনেডাঙ্গা এতিমখানা মাঠে বিকাল ৪ টার সময় ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলামের শপথিত্বে ও মববুল হোসেনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হাফেজ জি এম আব্বাস উদ্দিন, ওয়ার্ড সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেসের আলী গাজী, সভাপতি মৎস্যজীবী জাতীয়তাবাদী দল শফিকুল ইসলাম, জামায়াত নেতা মফিজুল ইসলাম ও আক্তার হোসেন, ইমাদুল হোসেন, গ্রাম্য পুলিশ সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনগণ।
এলাকাবাসীর দাবি ৭নং ওয়ার্ডের চিনেডাঙ্গা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি অবহেলিত অবস্থায় ছিল। গ্রামবাসী দাবি রাস্তার ইচ্ছলিং সংস্কার, ৪টি পুকুরের ধার পাইলিং করা, এলাকার পানি নিষ্কাশনের জন্য ১২০০ ফুট ড্রেন, এতিমখানা মসজিদ গামি ইট সলিং রাস্তা, ও ভিজিডি বি জি এফ ফ বয়স্ক বিধবা পঙ্গু ভাতা সহ অন্যান্য উন্নয়নের জন্য দাবি করেন। আলোচনা শেষে ইউপি সদস্য ডা্ঃ নজরুল ইসলাম সহ এলাকাবাসীদের কে নিয়ে সর্ব জায়গা গুলো পরিদর্শন করেন এবং কাজগুলো দ্রুত করে দেবেন বলে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.