দেবহাটা উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা এবং সন্মানা ক্রেস্ট প্রদান করা হয়। ১৪ আগষ্ঠ বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। দেবহাটা উপজেলা তাঁতীদলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন এর নেতৃত্বে ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক ইউসুফ হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কাজী আব্দুল মালিক প্রীন্স, সদস্য সচিব আশরাফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক এহসানুল হক, যুগ্ম আহবায়ক আঃ মালেক, কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক আঃ রহমান, সদস্য সচিব সাদ্দাম হোসেন ও সাবেক কলেজ ছাত্রদল নেতা শিমুল হোসেন প্রমুখ। এসময় ইউএনও মহোদয় তাঁতীদল নেতৃত্ববৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন ও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।দেবহাটা নির্বাহী অফিসার তিনিও তাদের কাছে উপজেলার আইন শৃঙ্খলা সহ সকল প্রকার সহযোগিতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.