
জুবাই বিন আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ-দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২০শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আব্দুল খালেক, দেবহাটা কোম্পানি কমান্ডার শাহাজান আলী।আরো উপস্থিত ছিলেন দেবহাটা বি বি এমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তাদের বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলায় মাদক, চোরাকারবারি, চুরি ছিনতাই, কোন কাজে দূনীতি ও বাল্য বিবাহ সহ সকল বিষয়ে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের বক্তব্যে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় দেবহাটা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.