জি এম আব্বাস উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম। পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক ও কে বি এ কলেজের প্রভাষক আবু তালেব, দেরহাটা কলেজের প্রভাষক হাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হাফেজ জি এম আব্বাস উদ্দীন,রেডিও নলতা প্রতিনিধি মেহেদী হাসান, দেবহাটা প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, কুলিয়া প্যানেল চেয়ারম্যান ফতেমা খাতুন, নওয়াপাড়া প্যানেল চেয়ারম্যান খাদিজা পারভীন ও পারুলিয়া প্যানেল চেয়ারম্যান হীরা, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, , দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবির হাবিলদার জাহাঙ্গীর হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা প্রমুখ। সভায় বিজিবির সুবেদার আমিনুল ইসলাম বলেন, সীমান্ত নদী ইছামতিতে বিজয়া দশমীর মিলন মেলা অনুষ্ঠান বন্ধ থাকবে, তবে সন্ধা ৭ টার আগে দূর্গা বিসর্জন দিতে হবে। এসময় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসার সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.