জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেবহাটার সুবর্ণবাদ লাবণ্যবতী খালের নেটপাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সুবর্নবাদ সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণবাদ ব্রীজ সংলগ্ন লাবণ্যবতী খাল হতে টিকেট মুখে লাবণ্যবতী খাল গরু মারা নামক স্থান পযর্ন্ত অবৈধ নেটপাটা অপসারণ করা হয়েছে। ১৯ আগষ্ট ২০২৫, মঙ্গলবার সকালে উক্ত স্থানের খাল হতে নেটপাটা উচ্ছেদ অভিযান করা হয়। । এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন এছাড়া গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ নেটপাটা অপসারণে সহায়তা করেন। এসময় সুবর্ণবাদ লাবণ্যবতী খালের প্রায় ৭ কিলোমিটার জায়গার নেটপাটা উচ্ছেদ করা হয়। এসময় ইউএনও কেএম আবু নওশাদ মহোদয় বলেন, নেটপাটা অপসারণ করার প্রভাবে খালের পানির প্রবাহ অনেকটাই বেড়েছে। এতে করে প্রায় ৪০০ শত হেক্টর মৎস্য ঘের ও কৃষি জমির কৃষক ও ঘের চাষীগণ উপকৃত হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.