দেবহাটার কুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথ সভা

- আপডেট সময় : ০৯:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ই অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় কুলিয়া বাজার মাহিন্দ্রা গ্যারেজে নির্বাচনী পথ সভায় জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাও্ঃ আঃ গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি সাদিকুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওঃ আঃ গফফার। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ইউপি সদস্য প্রেম কুমার। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কর্ম পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি ইসরাঈল আশেকী, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন কর্ম পরিষদ সদস্য মাওঃ রুহুল আমিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ক্রীড়া সভাপতি মাওঃ আনোয়ারুল ইসলাম, দেবহাটা থানা শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন ও জামায়াত নেতা মাসুম খান চৌধুরী প্রমুখ।