জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ-
দেবহাটার সাবেক ইউ এন ও খালিদ হোসেন সিদ্দিকী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঝিনাইদাহ শুভ আগমন আজ ৭ই মে ১১ টায় ৩০ মিনিটে দেবহাটা উপজেলার সাবেক ইউ এন ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঝিনাইদা শুভ আগমন করেন।
দেবহাটা উপজেলার উন্নয়নের রূপকার দক্ষিণ বঙ্গের মানুষের বিনোদন কেন্দ্র দেবহাটা ইছামতি নদীর ধারে গড়ে ওঠা রূপসী ম্যানগ্রোভ মনোরম পরিবেশ বিনোদন কেন্দ্রটি তাহারি প্রচেষ্টায় সুন্দর ও মনোরম পরিবেশে আকর্ষণীয় গড়ে উঠেছেন।
এবং দেবহাটা উপজেলার মসজিদ মাদ্রাসা রাস্তা খাল খনন ৪১ কার ফিটিং তাহারি প্রচেষ্টায় সুন্দর একটি উপজেলা দেবহাটা বাসিকে উপহার দিয়ে গিয়েছিলেন।
তাহারি গড়া রূপসী ম্যানগ্রোভটিতে হাজার হাজার মানুষের আগমনে মানুষ যেমন বিনোদনে আনন্দ পাচ্ছে আবার সরকারি কষাগারে টিকিটের টাকা জমা হচ্ছে।জনাব খালিদ হোসেন সিদ্দিকী অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক ঝিনাইদা কে দেবহাটা পরিদর্শনে আসার জন্য দেবহাটা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আসাদুজ্জামান,সাংবাদিকগণ অফিসার স্টপ ও সাধারণ মানুষ তাকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল আলম, দেবহাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এ জি এম জোহুরল আলম, দেবহাটা সহকারী কমিশনার দিপা রানী সরকার,কৃষি সম্প্রসার অফিসার শরীফ মোঃ তিতুমীর, সদ্য যোগদান কৃষি সম্প্রসার অফিসার জয়দেব পাল, সাংবাদিক হাফেজ জিএম আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক ভোমরা স্থলবন্দর প্রেসক্লাব,একাডেমী সুপারভাইজার দেবহাটা মিজানুর রহমান প্রমোখ
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.