দেবহাটায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

- আপডেট সময় : ০৮:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

জিএম আব্বাসউদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দেবহাটায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA/TBSA)” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)” প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯শে জুলাই মঙ্গলবার সকাল ১১টায় দেবহাটা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রজেক্ট প্রকল্প (লেইস)বার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন সহকারী পরিচালক সানজিদা আরা,উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ অলক কুমার ব্যানার্জি, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, উপজেলা আমির অলিউর ইসলাম,সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী,নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামী উজ্জল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুজন মাহবুবুর রহমান, খাদিজা আক্তার সুমি অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সুপারভাইজার মিজানুর রহমান, সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মুহাঃ আবুল খায়ের, উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থী সহ সকল বিদ্যালয়ের স্কুল প্রধানরা উপস্থিত ছিলেন।