জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-দেবহাটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। ২৮ আগষ্ট ২০২৫, বৃহস্পতিবার দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে লটারির মাধ্যমে উক্ত ডিলার নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা বি এনপির সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল প্রমুখ। দেবহাটা উপজেলার অসহায় দুঃস্থ গরীব পরিবারের মাঝে ওএমএস এর কম দামে খাদ্য পণ্য সামগ্রী ও খাদ্য বান্ধব এর চাউল কেজি প্রতি ১৫ টাকা দরে বিক্রয় ডিলার লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। উপজেলায় মোট ৩ জনকে জনসন্মুখে লটারির মাধ্যমে ও এম এস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, উপজেলা চত্ত্বর কেন্দ্র ডিলার জান্নাত আলী, দেবহাটা বাজার কেন্দ্র ডিলার আসাদুজ্জামান ও সুশীলগাতী মোড় কেন্দ্র ডিলার আলমগীর হোসেন। এছাড়া কেজি প্রতি ১৫ টাকা দরে চাউল অর্থ্যাৎ খাদ্য বান্ধব এর আওতায় দেবহাটা উপজেলায় মোট ১০ জনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ১ নং কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি মোড় কেন্দ্র অহিদুজ্জামান, কুলিয়া আশু মার্কেট কেন্দ্র দেলোয়ার হোসেন বাবলু, দক্ষিণ কুলিয়া কেন্দ্র হিরণ কুমার মন্ডল ও কুলিয়া ব্রীজ কেন্দ্র নুরনবী লস্কর, ২নং পারুলিয়া ইউনিয়নের কোমরপুর চৌধুরী মার্কেট কেন্দ্র শরিফুল ইসলাম, পারুলিয়া গরুর হাট কেন্দ্র রাকিব হোসেন, পারুলিয়া বিশ্বাস পাড়া কেন্দ্র আহসানউল্লাহ ডালিম ও পারুলিয়া ব্রীজ কেন্দ্র শমুছজ্জামান, ৩ নং সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার কেন্দ্র আসাদুল আলম ও নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর মোড় কেন্দ্র সাইদুর রহমান ময়েনকে লটারির মাধ্যমে জনসম্মুখে ডিলার নিয়োগ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.