
জিএম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-দেবহাটার পারুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা আহাদ আলী( ৮০) আর নেই। মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিট এর সময় তার মেয়ের বাড়ি শ্যামনগরে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা আহাদ আলী দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামের মৃত্যু আলিমন গাজীর ছেলে। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে। বুধবার ৩ ডিসেম্বর দুপুর ১ টায় দিকে দেবহাটা থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করার সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্ল্যা, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ হামিদ, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী ও পারুলিয়া ইউনিয়নের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুর রহমান প্রমুখ। জোহর নামাজ বাদ জানাযা নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.