জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ-
দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় সরকারি বিবিএমপি ‘ইনস্টিটিউশনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ও মুনির আহম্মেদ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ দর্শক গন। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ টাইব্রেকারে পারুলিয়ার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। এতে ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বালক দল ও এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বালিকা দল উপজেলা পর্যায়ে চাম্পিয়ান হয়। পরবর্তীতে উক্ত ২টি দল জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.