জুবায়ের বিন আব্বাস,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু: মোটরবাইকচালক স্বামী আহত। ২৬ শে সেপ্টেম্বর শুক্রবারসন্ধ্যায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে মোটরবাইকে স্বামীর সাথে বাপের বাড়ি আসার পথে সাতক্ষীরা টু কালিগঞ্জ সড়কে কামালের স মিলের সামনে পৌঁছালে পিছন থেকে মাল বাহি দ্রুতগামী ট্রাকটি পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তার স্ত্রী ফারহানা খাতুন (১৮)। পড়ে যায়। ঘাতক ট্র্যাকটি চাপা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়। চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায়। নিহত গৃহবধু দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজী বাড়ি মোশারফ হোসেনের মেয়ে। খালিদ হোসেন জানা তাদের বিবাহর বয়স হয়েছে দুই মাস।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.