দেবহাটায় জুলাই শহীদ স্মৃতি আন্তঃ ফুটবল খেলা উদ্বোধন করলেন- ইউএনও আসাদুজ্জামান

- আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আন্তঃ ফুটবল খেলার উদ্বোধন করলেন- দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। সোমবার বিকালে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবলু, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মামুন ও নাছির উদ্দীন প্রমুখ। সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ৫ আগষ্ট ২০২৫ ছাত্র জনতা গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে দেবহাটায় প্রীতি ফুটবল খেলা অনুঠিত হয়। প্রথম ফুটবল খেলা উদ্বোধন বিকাল ৪.০০ টায় উপজেলা শিক্ষক বৃন্দ ফুটবল একাদশ বনাম উপজেলা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ মধ্যকার ফুটবল খেলায় উপজেলা শিক্ষক ফুটবল একাদশ জয়লাভ করে।পরে বিকাল ৫.০০ টায় থেকে দেবহাটা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ বনাম উপজেলা সাংবাদিক বৃন্দ ফুটবল একাদশ এর মধ্যে খেলায় উপজেলা প্রশাসন ফুটবল একাদশ জয়লাভ করে।