দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত,র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবয়” এ শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর শনিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমারের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য ও উপজেলা বি এনপির সভাপতি প্রার্থী মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য ইমরান বাশার, কুলিয়া কৃষি সমবায় সমিতির সভাপতি বাসুদেব বাবু,দেবীশহর সমবায় সমিতির শরৎ চন্দ্র ঘোষ,সখিপুর সমবায় সমিতির সালাহ উদ্দীন,পারুলিয়া সমবায় সমিতির রবীন্দ্রনাথ মন্ডল সহ উপজেলার সমবায় সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শরিফুল ইসলাম শরী














