সংবাদ শিরোনাম :
দেবহাটায় চাঁদপুর এলাকায় সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়কে দুই পরিবহন মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

দেবহাটায় চাঁদপুর মোড় এলাকায় সাতক্ষীরা -কালিগজ্ঞ মহাসড়কে কালিগজ্ঞ গামী হামদার্দ পরিবহনের সাথে সাতক্ষীরাগামী বিআরটিসি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৬ জুলাই ২০২৫, শনিবার সকালে দূর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় অন্তত ১০/১৫ জন যাত্রী আহত হয়, আহতরা বিভিন্ন এলাকার হওয়ায় তাদের নিজ নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত কোন নিহতের সংবাদ পাওয়া যাইনি। এব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, পরিবহন দুইটি দেবহাটা থানায় হেফাজতে জমা আছে। এখনো পর্যন্ত কোন অপ্রিয়কর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি, তিনি আরো বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।