জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ দেবহাটায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। ৩রা আগস্ট যোগদানের পরপরই ৪ঠা আগস্ট,
সকাল ৯ টায় উপজেলার সুশীলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এরপর টাউন শ্রীপুর শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে তিনি বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিদিন সঠিক সময়ে ও যথাযথভাবে এসেম্বলি, পিটি ও জাতীয় সংগীত সঠিক সুরে গাওয়াসহ যথাযথভাবে পাঠদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হবে।
পরিদর্শনকালীন বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, মাঠ ও টয়লেটের পরিচ্ছন্নতা রাখতে হবে।ইতিমধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো ও মৃত গাছ বিধিমতাবেক ভাবে অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগণকে টেলিফোনে নির্দেশনা প্রদান করেন। এবং
বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে সমস্যা নিরূপণ করে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলার জন্য বলেন।
তিনি আরো বলেন,আমি প্রত্যাশা করছি শিক্ষা ক্ষেত্রে বরাবরই ভালো করে আসা দেবহাটার ছাত্রছাত্রীরা ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং আমাদের শিশুরা হবে আদর্শ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.