স্টাফ রিপোর্টার:-
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরার জালে উঠে এসেছে একটি মানব ভ্রূণ। আজ বুধবার নদীর শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে সোমেশ্বরী নদীতে কয়েক শিশু জাল দিয়ে মাছ ধরছিল। এই সময় হঠাৎ তাদের জালে উঠে আসে একটি মানব ভ্রূণ। আশপাশের লোকজন বিষয়টি দেখে চমকে ওঠেন। কৌতূহল নিয়ে সেখানে ভিড় জমান পথচারীসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এক বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ‘হাত-পা, মাথাসহ সবকিছুই আছে। তবে একদমই ছোট এক আঙুলের মতো এটি। এটি মানুষের বাচ্চা বলেই ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন ‘বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। তাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.