দুমকীর সফল শিক্ষিকা নাসরিন আক্তার
- আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বশিরিয়া দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক নাসরিন আক্তার পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার(৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
এক সাধারণ পরিবারের বড় মেয়ে নাসরিন আক্তার। রাজধানীর মুরাদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দনিয়া কলেজ থেকে এইচএসসি—দুটোতেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০১৩ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন নাসরিন। দক্ষ পাঠদান ও পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ান। ছোট সন্তানদের দেখাশোনা, সংসার ও চাকরি—তিন দায়িত্ব সামলাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নাসরিন আক্তার বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। এটি শুধু আমার নয়—আমার পরিবার ও শিক্ষকদের অবদানের ফল। শিক্ষা মানুষকে যেমন যোগ্য করে, তেমনি দায়িত্ববান করে।
তিনি আরও বলেন, “নারী মানেই সক্ষমতা। সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে মেয়েরাই সমাজ বদলে দিতে পারে। শিক্ষা, গবেষণা এবং নারীর ক্ষমতায়ন—এই তিন ক্ষেত্রে আরও কাজ করতে চাই।
# বার্তা প্রেরক:
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ০৯.১২.২০২৫ ইং


















