মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার(২৮ নভেম্বর) রাত ৯ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মু. অলিউল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, সমকাল প্রতিনিধি মো. এবাদুল হক, অর্থ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. সহিদুল ইসলাম সহিদ সরদার প্রমুখ।
এসময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য বিদায়ী ইউএনও'র নতুন কর্মস্হল চার্জ অফিসার, সেটেলমেন্ট অফিস, বরিশাল।
# বার্তা প্রেরক:-
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ২৯.১১.২০২৫ ইং
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.