
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকি উপজেলার ০৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন–২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারার আলোকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা আজহার আলী মৃধা একটি রাজনৈতিক মামলায় বর্তমানে কারাগারে থাকায় চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসক নিয়োগের প্রয়োজন হয়।
সরকারি আদেশ অনুযায়ী প্রশাসক নতুন দায়িত্ব পালন না করা পর্যন্ত পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.