মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় ফ্যাসিস্ট আমলে রাস্তা দখল করে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা মো. আবুল হোসেন আতিক ও তার পরিবারের বিরুদ্ধে রাস্তা কেটে সীমানাপ্রচীর নির্মানের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি ।
সোমবার বিকেল ৪ টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে—যেখানে জনসাধারণের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ করা হয়েছে।এসব অভিযোগ ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২২ ডিসেম্বর এক সালিশ বৈঠকে এজমালি ৬ ফুট রাস্তাকে ৮ ফুট করার সিদ্ধান্ত হয়। বৈঠকের শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়ে ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু রুহুল আমিন সেই জমি না দিয়ে বরং আতিকের জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানো হচ্ছে।
তিনি প্রশাসনের কাছে জমি মাপজোক করে সঠিক চিত্র উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রুহুল আমিন কর্তৃক রাস্তার দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.