মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার: “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস–২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার,সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলাম মৃধা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন। কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.