দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শ্রীরামপুর ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলার জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আয়োজিত সভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জোমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টিটু খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম মৃধা।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহীন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক মৃধা, তাতীদলের আহ্বায়ক মোঃ মাসুদ হাসান সরদার ,ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাসুম বিল্লাহ, সদস্য সচিব রহমাতুল্লাহ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।
উক্ত সভায় ওয়ার্ড বিএনপির পাঁচ শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।