
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে চরগরবদি এলাকার হোগল পাতাবন থেকে জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশের হোগল পাতাবন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিজ ঘেরের কাছে হোগল পাতার বনের ভেতরে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন,
“সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি পাতার বনের ভেতরে পড়ে আছে। ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,
“লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.