মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত “তারুণ্যের উৎসব–২০২৫” এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দুমকি কৃষি ব্যাংক শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ নাদিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আঃ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ইমাম হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক আজিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দিন ও সংকর চন্দ্র মিত্র, গ্রাহক প্রতিনিধি এবং নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচকরা বলেন, তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে তারা নৈতিকতা, দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.