দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ১০:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাই গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন,পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির,দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,সজনী বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সততা, নৈতিকতা ও সচেতনতার মাধ্যমেই একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
# বার্তা প্রেরক:
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ০৯.১২.২০২৫ ইং


















