নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান এক তরুণী। দুবাই প্রবাসী ফটিকছড়ির যুবক মোহাম্মদ মোরশেদকে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এই তরুণী।
গতকাল শুক্রবার (৭ জুন) রাতে ফটিকছড়ির মোরশেদের নিজ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগের দিন বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন।
প্রবাসী মোরশেদের ছোট ভাই মো. রাকীব বলেন- ভাবীর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।
জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এই তরুণীর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার সদস্যরাও শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছেন। এদিকে ফটিকছড়ির তরুণের সাথে শ্রীলঙ্কান মেয়ের বিয়ের খবর জানাজানি হলে নবদম্পতিকে দেখতে মোরশেদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখতে চেয়েছিল মোরশেদের পরিবার।
মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.