মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে, ২০২৫) বিকাল ০৫ টায় সাতক্ষীরা বাইপাস সড়কের দুই পাশে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপপীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মনজুরুল আলম বাপপী বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতা। তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি, বরং স্বাধীনতা উত্তর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।"
তিনি আরও বলেন, "জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি, সবুজ বিপ্লব এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন। তার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার শপথ গ্রহণ করছি। পরিবেশ সুরক্ষায় এবং দেশের সবুজায়নে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, "শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শই আমাদের অনুপ্রেরণা। তার দেখানো পথে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।"
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারা শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে মনে করেন উপস্থিত সকলে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.