দিরাইয়ে ১মোটরসাইকেল যুবকের হাতে স্কুলছাত্রী যৌনহয়রানীর শিকার

- আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

(সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধিঃ-সুনামগঞ্জ দিরাই উপজেলায় করিমপুর ইউনিয়নে মটরসাইকেল চালকের কাছে,শিক্ষার্থীর যৌনহয়রানির করিমপুর ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী(১২)কে শ্লীলতাহানি ও যৌনহয়রানীর অভিযোগে ২সন্তানের পিতা এক যুবককে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
১৬এপ্রিল(বুধবার) বিকেল ৫টার দিকে দিরাই কর্ণাগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়,মুতাহিন নামের এই যুবককে।তিনি কর্ণাগাঁও গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। শিক্ষার্থীর পরিবার জানান,বুধবার বিকেল ৫টার কিছু আগে কন্যাগাঁও এর বাজার হইতে বাড়ি যাওয়ার পথে মুতাহিন ভাড়া চালিত মটর সাইকেলে যাওয়ার পথে নির্জন স্হানে মটর সাইকেল থামিয়ে কিশোরীকে যৌন হয়রানি করে চালক মুতাহিন।কিশোরীর চিৎকার শুনে স্হানীয় ও আশেপাশের লোকজন ঘটনার স্হলে এসে অভিযুক্ত মুতাহিনকে আটক করে,খবর পেয়ে কিশোরীর পিতা মাতাসহ আত্মীয়স্বজনরা উপস্থিত হয় ও মুতাহিন মিয়ার স্বজনরা ঘটনা স্হলে যান,পরে মুতাহিন মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করেন,এ ব্যাপারে মুঠোফোনে দিরাই থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,কিশোরীর যৌন হয়রানির মামলার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।