তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জে দিরাইয় উপজেলার যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মদসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২৯ এপ্রিল)ভোরে উপজেলার শ্যামারচর বাজার এলাকা থেকে ২৩বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫২) ও তার ছেলে আকিল হোসেন(১৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ফুল মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় আটককৃত ২৩বোতল ভারতীয় মদের বাজার মূল্য ২৯হাজার ৪৬০ টাকা বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজুকরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.