তৌফিকুর রহমান তাহের,দিরাই-শাল্লা প্রতিনিধিঃ-সুনামগঞ্জ(২১শে মার্চ) শুক্রবার বিকাল ৩টার সময় মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের মাও: ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান(২৬)১জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয় মোটরসাইকেল আরোহীকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিত রায় বলেন, আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.