দিরাইয়ে মাওলানা খালেদ আহমদ জায়িমকে গুণীজন সংবর্ধনা

- আপডেট সময় : ১১:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাইয়ে ফ্রান্স প্রবাসী মাওলানা খালেদ আহমদ জায়িমকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(বৃহস্পতিবার)৮মে বিকেলে দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলে আঞ্জুমানে তালীমুল কোরআন দিরাই উপজেলার উদ্যোগে সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা দিরাই আঞ্জুমান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মাওলানা খালেদ আহমদ জাময়ি সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়।
দিরাই আঞ্জুমানের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ সাহেবের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, মাওলানা নোমান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খালেদ আহমদ জাময়ি। এ সময় বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রভাষক জনাব মুস্তাহার মিয়া মুশতাক, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ দিরাই উপজেলার উপদেষ্টা মাওলানা হাসান আলী, সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা বেলাল আহমদ, উত্তর চান্দপুর মাদানিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা বশির আহমদ, হাফিজ বুরহান উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাওলানা সাইদ আহমদ, মাওলানা শামসুল আহমদ, মাওলানা লায়েস আহমদ, মাওলানা আল মামুন,হাফিজ তৈয়বুর রহমান, মাওলানা আব্দুল্লাহ রাজী, মাওলানা জুনায়েদ খান, আসআদ আহমদ প্রমূখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন বাংলাদেশে ৯২শতাংশ মুসলিম বসবাস করে, সুতরাং সংখ্যাঘনিষ্ট মুসলিম দেশে কুরআনের বিরুদ্ধে কোন আইন মেনে নিবেনা। তাই নারী সংস্কার কমিটির প্রতিবেদন শুধু বাতিল নয় বরং নারী সংস্কার কমিটি বাতিল করতে হবে।