দিরাইয়ে ফেইসবুকে মিথ্যা অপপ্রচার

- আপডেট সময় : ০৬:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ দিরাই-শাল্লা প্রতিনিধি:
দিরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচার করায় গ্রামবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন হেলাল মিয়া নামের এক যুবক। সে পৌরসভার ভরারগাঁও গ্রামের আতাবুর রহমানের ছেলে। রবিবার বিকেলে ভরারগাঁও গ্রামের যুবসমাজ ও মুরব্বিদের উপস্হিতিতে অভিযুক্ত হেলাল মিয়া জনসম্মুখে সবার সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
স্হানীয়সূত্রে জানা যায় আমাদের ভরারগাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে শুভ মিয়া,শফিক মিয়ার ছেলে সাহান মিয়া, রফিক মিয়ার ছেলে ইকবাল মিয়া,মলকেছ মিয়ার ছেলে সোহাগ মিয়া,আব্দুল হক মিয়ার ছেলে জিসান মিয়া,আসাদ মিয়ার ছেলে রাসুম মিয়া,আঃ খালিক মিয়ার ছেলে নাজমুল মিয়া, আতাবুর মিয়ার ছেলে আখলাকুর মিয়া,মখলিছ মিয়ার ছেলে তাহমিদ মিয়া,ছইফুল মিয়ার ছেলে তামিম মিয়া ও মৃত চাঁদ মিয়ার ছেলে এমদাদ মিয়াসহ
গ্রামের ১১ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযুক্ত হেলাল ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা বানোয়াট বিভ্রান্তি মুলক প্রোপাগাণ্ডা প্রকাশ করে আসছিল। গ্রামের লোকজন জানিয়েছেন,অভিযুক্ত হেলাল আজ রবিবার গ্রামবাসীর উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। গ্রামের লোকজন জানান, সে বলেছে ভুল করেছে, আর জীবনে কখনও এমন কাজ করবে না বলে ক্ষমা চেয়েছে,উপস্থিত জনতা সবাই সমস্বরে আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি।এইবলে মিটিং শেষকরে দেন।