সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রান্ত দাস হত্যায় অভিযুক্ত আসামী শাকিলকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার (২৬এপ্রিল) রাত আনুমানিক ১২টায় উপজেলার তলবাউসি গ্রামের সামনের হাওর থেকে ৪ঘন্টা চিরুনী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর থানা হেফাজতে রাখা হয়েছে শাকিলকে।জানা যায়, ওইদিন সন্ধ্যা ৬টায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান মিয়ার ছেলে প্রতিপক্ষ শাকিল ও সেবক দাসের ছেলে নিহত প্রান্তর বড়ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পলাশ শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে শাকিল হাতে করে ট্রেডা নিয়ে পলাশকে খুঁজতে থাকে। এসময় পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে পলাশের কথা জিজ্ঞেস করলে প্রান্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা ট্রেডা দিয়ে প্রান্তকে আঘাত করলে সঙ্গে সঙ্গে প্রান্ত মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের মানুষ জড়ো হলে শাকিল পালিয়ে যায় আহত অবস্থায় প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: মনি রানি তালুকদার মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.