তৌফিকুর রহমান,সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ৪ জুলাই সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সৃজনশীলতা বিকাশের জন্য এই আয়োজন করা হয়।
আগামীকাল শনিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার।
পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে।শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি তিনটিদলে ভাগ করা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণী ক, গ্রুপ,তৃতীয় ও চতুর্থ শ্রেণী: খ,গ্রুপ পঞ্চম শ্রেণী গ,গ্রুপ । এ তিনটিদলের প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষন দাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.